আমাদের সম্পর্কে

আইটি সেক্টরের এক অন্যোন্য নাম কোডারসফট আইটি ইনস্টিটিউট । একদল দক্ষ গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার ও প্রোগ্রামার নিয়ে আমরা আছি আপনার পাশে।
আমরা ২০১৫ সালের অক্টোবরের শেষ দিকে একটি ভিন্ন নামে এবং জায়গায় যাত্রা শুরু করেছি এবং আমরা বেকারত্ব দূরীকরণে নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছি।

আমরা দীর্ঘ ৮ বছরের অক্লান্ত প্রচেষ্টায় তথ্য প্রযুক্তিকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করছি। তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানে সততা, আন্তরিকতা, ও আনুগত্যের সাথে আমরা মহানদায়িত্ব পালন করে যাচ্ছি।

কোডারসফট আইটির সাথে থাকুন তথ্য প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখুন।

আমরা বিশ্বাস করি, স্রষ্টার সকল মানুষেরই প্রতিভা রয়েছে, আর সেই সুপ্ত প্রতিভা বিকাশের দায়িত্ব আমাদের। নিজের আগ্রহ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনিও আপনার সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারেন।

আমাদের পরিষেবার মান বৃদ্ধি করে তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এবং আইটি এক্সপার্ট  করে গড়ে তোলাই আমাদের ভিশন এন্ড মিশন ।

উদ্দেশ্য:

মানসম্পন্ন এবং আপডেটেড আইটি প্রশিক্ষণের মাধ্যমে তারুন্য শক্তিকে পূঁজি করে বেকারত্ব নির্মূল ।

লক্ষ্য:

মানসম্পন্ন এবং আপডেটেড আইটি প্রশিক্ষণের মাধ্যমে দেশের সর্ববৃহৎ আইটি প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করা। 

আমাদের নেয়া কিছু উদ্যোগ

  • পলিটেকনিক ছাত্র-ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং
  • শিশুদের আইটি প্রশিক্ষিনের ব্যবস্থা
  • প্রতিবন্ধীদের আইটি প্রশিক্ষনের ব্যবস্থা
  •  আর্থিক বঞ্চিতদের স্কলারশিপে আইটি প্রশিক্ষণ
  • গৃহিনীদের স্কলারশিপে আইটি প্রশিক্ষণ
  •  শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং